Qurbani 2018 Mr.BullDozer
সাধারণত গ্রপ এর সবচেয়ে নিরব মানুষ গুলোর ভিতর আমি একজন,লাইক দেওয়া ছাড়া আমার ওইরকম কোনো অ্যাকটিভিটি নাই,সবার গল্পও লিখা দেখা মন চাইলো আমিও একটা গল্পও লিখি,
প্রত্যেক কুরবানী ঈদ এর দুই তিন দিন আগে থেকে হাট ঘুরা শুরু হয় আমার,আমার নানী বাড়ি পুরান ঢাকায়,সেই হিসেবে এক সময় সবচেয়ে বেশি পছন্দের হাট ছিল নোয়াবাজার হাট,বিশেষ করে রাতের বেলা বাবুবাজার ঘাট এর আনলোড টা সেই লাগতো,ট্রলার এ করে আনলোড টা বেশি এক্সাইটিং ছিল,বর্তমানে নয়াবাজার হাট আর আগের মত নাই,যাইহোক ২০১৮ সালে দুই দিন আগে বের হলাম, নয়াবাজর হয় এ ধোলাইখাল গেলাম সেখানেও হলো না,কয়েক টা ক্লোজ কল ছিল,আর বেপারী দের ভাব এর ঠেলায় টিকে থাকা যাচ্ছিল না,
আমরা নিজেদের দের টা সহ মামাদের গরু মিলে ৫ টা কিনতে হয়,শেষমেশ একটা গাই গরু কিনলাম নওয়াবাজার থেকে,রইলো বাকি ৪ টা… আমি আমার কাজিন কে বললাম চলো বসিলা হাটে যাই,বিশাল হাট অনেক গরু,সে বললো পাগল হইসো,ঐখান থেকে গরু আনবো কিভাবে
আমি বললাম লাইফ মে কুছ ডেয়ারিং কাড়তে হে (Joke)
যদিও আমার গাবতলী থেকে পুরান ঢাকা গরু নিয়ে যাওয়ার বাজে অভিজ্ঞতা ছিল
যাই হোক অনেক রাস্তার অনেক জাম ঠেলে বসিলা হাট এ ঢুকলাম,অল্প একটু বৃষ্টিতে হাট এর অবস্থা খুব খারাপ হয় এ গেলো,তার উপর নাই কারেন্ট,এমন একটা অবস্থা বেপারী যে যেমন পারতেছে দাম চাচ্ছে,গরুর সাইজ বুঝা যাচ্ছে না অন্ধকারে, কয়েকটা দেশাল দামাদামি করলাম, মিলায় তে পারতে ছিলাম
আগে থেকে মাথায় ছিল এইবার লাল কিনবো না,গত দুইবছর লাল কিনেছি,এরপর ঘুরতে ঘুরতে হাট এর ভিতরে ঢুকে এই কালা মিয়া কে পাইলাম,দাম চাইলো ২ লাখ,আমি একবারে বললাম ১ লাখ ,বাকি দামাদামি করে শেষমেশ ১১৫ তে দিয়ে দিল,এরপর ভাইকে ফোন দিলাম,উনি আবার এক্সপার্ট অপিনিনিয়ন না দিলে কনফার্ম কেমনে করি,উনি আসলেন বললেন ঠিক আছে
গল্পও টা এইখানেই শেষ হইতে পারতো, বাট এরপর কালা মিয়া তার খেলা দেখানো শুরু করলো,পিক আপে উঠানোর আগ পর্যন্ত পুরা হাট গরম করে ফেলল,এমন একটা অবস্থা কেউ আমরা পিকআপের পিছনে উঠার সাহস পাইতে ছিলাম না,পাশে আবার আমার ফ্রেন্ড এর একটা গরু ছিলো,ওইটাকে অলমোস্ট আধমরা বানায় ফেলসিল,যাইহোক এইসব দেখে আমার ভাই আমার উপর মহা বিরক্ত কেন এটা কিনলাম,আরো ভয়ংকর হইলো উনি গরু নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর জানাইলো গরু পিকআপ এর ছাদে উঠে লাথি দিয়ে পিকআপ এর গ্লাস ভেঙ্গে ফেলেছে,এইভাবে অনেক কষ্টে তাকে বাসায় নিয়ে আসা হইসে.বাসায় এসে শুনি ভাইজান ২ হাজার টাকা পিকআপ গ্লাসের জন্য জরিমানা দিসে😁😁
যদিও কোরবানির পর মাংস উনি বেশি খেয়েছিলো (Joke)