আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ২০১৭ সালের গরু কিনার গল্প।
আমরা সাধারণতো হজ্জ্ব এর দিন গরু কিনি,তো ওই বার যথারীতি আমি আমার ছোট ভাই সাথে মামাতো ভাইরা,সাথে এক মামা ছিলেন। সবাই দুপুর বেলা লাঞ্চ করে নয়াবাজার হাটের উদ্দেশ্যে রওয়ানা দেয় নানু বাসা থেকে নয়াবাজার ১০/১৫ মিনিটের রাস্তা। আগেই বলে রাখি প্রতি বছর সৈকত ভাইয়ের সাথে গেলেও ওই বছর একি দিনে দুইজনের গরু কিনা হইসে দেখে সময় মিলাতে পারিনাই।
তোহ হাটে তখন মোটামুটি ভালো গরু ছিল।প্রথমে মামাদের গরু দেখা শুরু করলাম দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে মামাদের ৪টা গরু কিনা হয়ে যায়, তো এখন আমাদের গরু কিনার পালা, ভহোট ভাইকে বললাম গরু দেখো পছন্দ হয় কোনটা ও বললো এখান থেকে কিনবে না,তো আমি বললাম এখানে তো অনেক গরু আছে দেখ! ও বললো না চলো অন্য হাটে যাই তখন একটু রাগ করলাম বললাম এই হাটে কিনতে সমস্যা কি? ও বললো অন্য হাট থেকে কিনবে তাই ছোট ভাইয়ের কথা রাখলাম। তারপর মামাদের ৪ গরু নিয়ে রওনা দিলাম নানুবাসায়। ওই খান থেকে অল্প কিছু খেয়ে রওনা দিলাম গাবতলী হাটের উদ্দ্যেশ্যে রাস্তায় অনেক জ্যাম ছিল এর মধ্যে আসাদ গেট আসার পর দেখলাম রাস্তায় অনেক জ্যাম, খালাতো ভাই ফোন দিয়ে বললো, গাবতলির অবস্থা ভালো না বেপারীরা গরু ছাড়তেসে না এর মধ্যে আমার ছোট ভাই বললো চলো ৩০০ ফিট যাই। শুইনা তো সিরিয়াস মাথা গরম হইসে যাই হোক হালকা বকা ঝকা কইরা সিএনজি মামারে বললাম ৩০০ ফিট চলেন।
৩০০ ফিট আইসা দেখি হাটে তেমন গরু নাই, মাইকে বলতেসে বেপারী ভাইরা আপনাদের ধন্যবাদ আসার জন্য, সামনের বছর আবার আসবেন।এদিকে আমার ছোট ভাই একটু ঘাবড়ায় গেসে এখন আইসা যখন পরসি গরু তো কিনতে হবে। তোহ প্রথমে একটা বলদ দেখলাম, আস্কিং অনেক বেশি ছিল তাই কিসু না বলে আগালাম, অল্প কিছু দূর যাওয়ার পর দেখি একটা গরু দাঁড়ায় আসে আর একটা বসা।দাড়ানো গরুটার কথা জিজ্ঞেস করতে পাশে এক ছেলে বললো ভাই এটা বিক্রি হয়ে গেসে তো বললাম কত বললো ১১৮।
বসা গরুটা দেখে কাজিন বললো এটা দেখবা? আমি বললাম গরুটা দাড়া করান, বেপারী দাড়া করণের পর দেখলাম আগের দাঁড়ানোটার এটার মধ্যে ১৯/২০ ডিফারেন্স। বেপারী বললো ভাই এই একটাই আসে বিক্রি করে রাতে রওনা দিবো। তো বললাম কত চান? বললো ১৬০ দেন আমি বললাম সাথের টাও বিক্রি করসেন ওই হিসেবে বলেন। বললো ৫ হাজার কম দেন।আমি বললাম সমান সমান দিবো।ব্যাপারী বললো না আপনি নিলে ১৪০ দিয়েন। আমি বললাম ১১0 দিবো, বেপারী বললো আপনার না আমার না ১২০ দেন জান।আমি বললাম আর দুই হাজার দিবো দেখেন।এইটা বলার পর আমি সামনে হাটা দিবো তখন আমার কাজিন বললো আর এক হাজার দিবো দিবেন তখন বেপারী বললো দেন টাকা দেন ….
এভাবে আমার ২০১৭ সালের গরু কিনা হইসে সব মিলায়া ১৫ মিনিটের মধ্যে।