২০১৬ সালের গরু কেনার গল্প – Ah Shaon

আজকে আমি শেয়ার করবো আমার ২০১৬ সালের গরু কিনার গল্প।

প্রথমি সবার থেকে মাফ চেয়ে নিবো আমি তেমন গল্প লিখতে পারি না, কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

আমরা সব সময় ১ম আমাদের আমবাগিচা হাট থেকে গরু কিনার চেষ্টা করি।হাট আমাদের বাসার পাশে তাই এই হাট থেকে দেখা শুরু করি। ঈদের ২ দিন আগে বিকাল ৩ টার দিকে বাহির হই আমি বড় ভাই আমার চাচা ছোট চাচাতো ভাই আমার ২ ভাগনে। আমরা এই কয়জন সব সময় গরু কিনি। সব সময় ভাই চাচা গরু দামাদামি করলেও ওই বছর আমি গরু দামাদামি করি। হাটে ডুকার পর ই আমার এই গরুটা পছন্দ হয় ভাইকে বললাম ভাই বলে দাম কর। আমি বললাম চাচা কত বলে ১৩৫০০০। ( আমাদের বাজেট ছিলো ৮০০০০-৯০০০০) তাই আমি ৮০০০০ বলি বেপারি কিছু বলে না। তাই চলে যাই গরু দেখি আমার অন্য গরু ভালোলাগে না, তাই আমি আবার যাই তখন বাপারি বলে তোমার জন্য ১৩০০০০, চাচা ভাই গরু দেখে দাম করে, আমি একটু ঘুরি ৪.৩০ দিকে আমি আবার যাই তখন বেপারি ছেলে ছিলো ওর সাথে অনেক কথা বললাম তখন বলে ভাই আপনি যদি নেন ১২০০০০ দিবেন তখন আমি বলি ৮৫০০০ দিবো তখন বলে ৫০০০ কম দেন আমি ৯০০০০ বলে চলে আসবো তখন বলে ভাই বাবা কে ডাক দেই বেপারি চাচা আইসা বলে বাবা তুমি নিলে ১০০০০০ দিবা এর নিচে আমি পারবো না, আমিও একটু সাহস করে ৯২০০০ বলি চাচা ১০০০০০ নিচে দিবে না তখন আমি আরো ১হাজার দিবো বলি তখন ৯৮০০০ বলে আমাকে, আমি বলছি বাজেট থেকে বেশি বলছি চাচা ওনি দিবে না,, তখন আমি রাগে বলি আমিও দেখবো আমি এই গরু কত টাকায় বিক্রি করেন এটা বলে আমি চাচার সাথে বসে ছিলাম ৫-৭ পযন্ত। ( ২ ঘন্টা বসে ছিলাম) এর মধ্যে ভাই চাচা কল দেয় আমি যাই না, তাদের ও গরু মিলে না। ৭ টার পর ভাই আইসা বলে তোর এই গরু কিনতে হইবো আর গরু নাই আমি বলছি এটা আমার অনেক পছন্দ হইছে, তখন ভাই ডাক দিয়ে আরো ১হাজার দিবো বলে, তখন বেপারি ৯৫০০০ শেষ বললে আমি ৫০০ দিবো বলে জোর করে রশি টা নিয়ে নেই,, পরে ওই ছেলে টা আমার সাথে গরু বাসায় দিয়ে যায়।

এভাবে ২০১৬ সালে ৯৪৫০০ দিয়ে আমার পছন্দ গরুটা পাই আল্লাহ রহমতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *