২০১১ সালের ক্রাইসিস – Bijoy Hasan

গরুর পিক টা নাই, আর গল্প গুসাইয়া লিখতে পারি না, তাই আগেই মাফ চাই, শুধু Sajbir এই কারণে লেখা,

২০১১ সালের গরুর ক্রাইসিস এর কথা সবার ই জানা,
আমি, আমার চাচাতো ভাই মুক্তার, আর বন্ধু রানা এই ৩ জন মিল্লা গেলাম গাবতুলির হাট এ। হাটে ঢুকার আগে একটা মুরুব্বী একটা লাল ষাড় নিয়ে দারাইয়া আছে, জিজ্ঞেস করলাম চাচা কতো চান বললো একদাম ৪২০০০. আমি ৩৫০০০ বইলা ৩৭০০০ এ দিল করলাম কিন্তূ হাটাইতে যাইয়া দেখি পা খোরায়টাসে, পরে আর নিলাম না,

ভিতরে যাইয়া দেখি গরু আছে অনেক কিন্তু যতই ভিতরে যাই ততই দাম বাড়ে, একপর্যায়ে দেখলাম গরু আস্তে আস্তে নাই নাই অবস্থা, মন খারাপ কইরা বসে পরলাম,
শেষপর্যায়ে দেখলাম অল্প বয়সের একটা ছেলে সাদা একটা গরু নিয়া অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া আছে, জিজ্ঞেস করলাম ভাই গরু কি তোমার, আর বেঁচবা কি না, বললো গরু আমার, আমি যাদের সাথে আসছিলাম তারা সবাই চলে গেছে, এখন এই গরুটা বেইচা যাইতে পারলেই বাঁচি,
বললাম গরু কত চাও, বললো ৫৫০০০ দিয়েন, চাইয়া দাম শুইনা বুজলাম ও হাটের অবস্থা জানে না, তাই গরুটা হাত ছাড়া করা যাবে না,
বললাম ছোট কইরা চাও গরু টা আমি নিবো, রাখল বললো ভাই আপ্নে বইলা নিয়া যান, কইলাম ৪০০০০ দেই, রাখল বললো ৫০০০০ এ একজন দাম বলসে দেই নাই, আমি বললাম এখন কি আর এই দাম পাবা, তারপর ৪২, ৪৩, বইলা ৪৫৫০০ দিয়া নিসিলাম। ঔ ক্রাইসিস সময় গরুটা মা শা আল্লাহ ভালই হইসিলো। আলহামদুলিল্লাহ।।

আল্লাহ্ চাইলে সব ঠিক হইয়া গেলে আবার ও আমরা হাট থিকা গরু কিনবো। ইন শা আল্লাহ্ ♥️

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *