Old is Gold – Rahamatullah Meshu

Old is gold

গ্রুপ এ গরু কিনার গল্প পরতে পরতে অনেক আগে ফিরে গেলাম নিজের মনের অজান্তে
শুরু করলাম ২০১১ সেই ভয়াবহ সাল দিয়ে
ছোট বেলা থেকেই বাবার সাথে হাটে যাওয়া গরু কিনা হত কারন আমি একাই চিলাম
পুরান ঢাকার মানুষ বলে আমার বাবার প্রথম পছন্দ ছিল বইল গরু
সব সময় বাবা রাতে গরু কিনতে বের হত ঈদের ২দিন আগে গরু কিনা হই সব সময় রাতের খাবার খেয়ে বের হতে হতে ১১ টা বেঁজে গেল বাসা থেকে বের হইয়ে ১ম গেলাম শ্যামপুর বালুর মাঠ হাটে মুলত দেখবো দামে হলে কিনে ফেলব এমন তাই ছিল মনে মনে হাটে অনেক গরু কিন্তু অই যে বলদ পছন্দ দেখি পছন্দ হলে দামে হই না বেযে গেল রাত ৪ তা আব্বু বলল আজকে আর হবে না চলো বাসাই চলে জাই আবার কালকে বের হল বাসাই চলে গেলাম পরের দিন সারা বেলা হাট গুরু আবার বের হলা আব্বু কে নিয়ে আজকে নয়াবাযারের দিকে রিকশা নিয়ে রওনা দিলাম
দেখা সুরু করলাম চিত্রা সিনেমা হলের সামনে থেকে দেকি দাম করি মিলে না বাজেট ৮০-৯০ এর মদ্ধে
তখন রাত ২ বাজে আব্বু বলল যে এই হাটে আর হবে না চলো ফুতুল্লা চলে জাই অনেক বলদ পাওয়া জাই অই হাটে সিএনজি নিয়ে চলে গেলাম অনেক গরু কিন্তু দামাদামি করতে ঘুরতে ঘুরতে ফজর আজান দিয়ে দিল কিন্তু গরু কিনা হল না আমার মন অনেক খারাপ কি আর করার বাসাই এসে পরলাম আব্বু বলল যে ২-৩ ঘন্টা গুম দেও সকাল সকাল বের হব চাঁদ রাত আজকে আল্লাহ পাক কিছু ১তা মিলায়া দিবে আর কি গুম আসে কখন সকাল ১০ তা বাজব আমি আমি হাটে যামু আবার সেই শ্যমপুর হাটে গিয়া তো মাথাত হাত যে গরু দেইখা গেলাম ফজরের সময় গরুই নাই জাই আসে কাস্টমার ১ তা গরুর পিছে ৫০ জন এমন অবস্তা যে গরুর রসি পাওয়া তা কপালের বেপার এই অবস্তা দেখে আর দেরি না করে সাথে সাথে আবার নয়াবাযার এ অও ১ই অবস্তা এখন কি আর বইল দেখার সময় আসে রে ভাই আমার পা সমানে কাপ্তে সুরু কইরা দিসে এমন অবস্তা দেখে আব্বুর সাথে হালকা রাগারাগি করলাম এখন দেশি গরু দাম করি দাম আকাশ ছোয়া হাত দেওয়া জাই না দুপুর হয়ে গেল আব্বু আমি সকাল থেকে না খাওয়া আব্বু বলল যে কিছু খেয়ে দেখি না হলে আর কি করা যাবে হইত আল্লাহ এই বার করবানি জন্য কিসমতে কিছুই রাখে নাই এই কথা সুনার পর ভাই সত্যি কথা আমি মাটিতে বইশা পরলাম নিজেকে অনেক অসহায় মনে হল যে টাকা নিয়া গুরাতছি কিন্তু গরু কিনতে পারবো না তখন বাবু বাজার নিচ দিয়ে মাজার সামনে থেকে রিকশা নিয়ে বাসাই চলে জাব ইসলাম পুর দিয়ে বের হব আমি অনেক দূর আগাই গেছি অন্ন কন খেলাল আমার আর নাই রিকশা নিয়া পিছনে তাকাই দেখি আব্বু নাই কই গেল দেখি আব্বু মাজারে সামনে ১বেপারির সাথে কথা বলতাছে ওনার ২ তা গরু চিল ১ বর আরেক তা এক্তু ছোট তো ছোট তা বিক্রি হইয়ে গেছে ৮৫ হাজার এখন আব্বুর তো আইডিয়া বুইজা গেছে যে বর তা কত হলে বিক্রির করবে আব্বু তো আর গরুর রশি ছারে না ৯০ থেকে সুরু করলাম আল্লাহ না নিয়া বেপারির এক ই কথা ১ লাখের উপরে বলতে হবে ৯৫ না দিব না ৯৮ দিবে না পরে পুরা ১দিয়া গরু কিনলাম এখন হাসিল করার টাকা তো হবে না পরে কাক কে বললাম যে কাকা ১০ হাজার টাকা বাসাই জাইয়া নিতে হবে গরু আর নাই বিক্রি হইয়া গেছে তাই বেপারি কাকা আর না করতে পারল না ওনার ছেলে কে দিয়ে দিল আমাদের সাথে গরু নিয়ে বাসাই আস্তে আস্তে সন্ধ্যা টাকা দিয়ে সাথে আরও ৫০০ টাকা বেশি দিয়ে দিলো আব্বু রিকাশা দিয়ে জাওয়ার জন্য আমার অবস্তা অনেক খারাপ হইয়া গেচিল পা দেখি অনেক ফুলে গেছিলো ওই দিকে দেখে কে গরু তো কিনা হইছে বেস আমারে আর পাই কে
এই হল আমার ২০১১ সালের গরু কিনার পরে জানতে পারি আমাদের এলাকার অনেক এ নাকি ঢাকার বাইরে চলে গেছে গরু কিনার জন্য অনেক আবার ঈদ ওইখানএ করছে তার পর গরু নিয়ে ঢাকা তে আসছে সারা জীবন মনে রাখার মত ১ তা বছর ২০১১
ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *