আসসালামু আলাইকুম। সবার কোরবানির গরু কেনার গল্প দেখে আমিও লিখবো লিখবো করে লিখেই ফেললাম। একদম শুরু থেকেই শুরু করছি।এই গ্রুপটির মতো ২০১৫ সালে আমিও একটা ক্যাটেল গ্রুপ খুলেছিলাম (Amra Goru Pagol Bhai-Brother - AGPB ) নামে । যেহেতু আমরা প্রত্যেকটি গ্রুপই এক একটা পরিবারের মত। সেহেতু আমাদের পরিবারের পক্ষ থেকেও বিগত দুই বছর যাবত আমরা কোরবানি ঈদে আমাদের গ্রুপের সকলের সাধ্যমত একটা কোরবানির গরু এতিমখানায় দান করি। আজকের গল্পটা ২০১৯ সালের চাঁদ রাতের দিন সকালবেলার।যেহেতু গ্রুপের পক্ষ থেকে কেনা গরু সেহেতু গ্রুপের আরেক এডমিন Rafe Mamun আর আমি মিলেই গেলাম কোরবানির গরু কিনতে, পথিমধ্যে ৩ জন ছোট ভাই ও যুক্ত হয়েছিল আমাদের সাথে।টাকা যা উঠেছিলো সব নিয়েই রওনা হলাম ইস্টার্ন হাউসিং হাটে। ভাগ্যক্রমে গতবছর চান রাতের দিন দাম তুলনামূলক কম ছিল তাই আমাদের গরু কিনতে খুব একটা সময় লাগেনি। গিয়ে পছন্দ করা ও দামাদামি করা শুরু করলাম।সাদা একটা গরু পছন্দ হলো, বেপারীর সাথে বেশ খানিকক্ষণ কথাবার্তা বললাম কিন্তু ৪০ হাজারের নিচে সে দিবেই না। তারপর একটু চা নাস্তা খেয়ে খুব রিলাক্স মুডেই আবারো হাটে ঢুকলাম।যেহেতু গরুর দাম কম ছিল সেহেতু বুঝা হয়ে গিয়েছিল যে একটা না একটা হয়েই যাবে। নওগাঁর এক বেপারির ২০ টার মত ছোট সাইজের গরু নিয়ে এসেছিল। যার ৯ টাই ছিলো অবিক্রিত।তাই খুব রিকোয়েস্ট করে বলল যে বাবা আমার থেকে নিয়ে যাও ভালো একটা গরু দিবো। ভাগ্যক্রমে ২০১৮ সালে আমরা এতিমখানায় যে গরুটা দিয়েছিলাম দেখতে হুবহু আরেকটা গরু পেয়ে গেলাম উনার কাছে। তাই ভাবলাম এটাই নিবো।শুরু করলাম দামাদামি, আমি ৩১ হাজার পর্যন্ত বলে চলে গিয়েছিলাম, উনার শেষ ছিল ৩৫।তারপর খানিকটা দূরে গিয়ে আমি অন্য গরু দেখছিলাম এরই মধ্যে উনার ছেলেকে ডেকে পাঠালো আমার কাছে। কিছু বাড়িয়ে নিয়ে নিবো এই ভেবে উনার সাথে গেলাম, আমি যাওয়ার পর উনি আমাকে জরিয়ে ধরে বলল "বাবা এতিম খানার জন্য গরু টা নিবেন আমারটাই নেন, এই গরু গতকালকে ৪০,০০০ বলছে দেইনাই, এখন বাজার খারাপ বাবা আপনি গরু টা নিয়ে যান! "আমি বললাম - চাচা আর ৫০০ টাকার বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি সামনে আরো দুই একটা গরু দেখছি ওখানে গরু আরো পছন্দ হয়েছে। দিলে দিয়ে দেন। ব্যাস রাজি হয়ে গেল ৩১,৫০০ টাকায়। ধরতে গেলে মোট ৪০ মিনিটের আগেই গরু কেনা শেষ। এরইমধ্যে ফোন দিল Shahriar Porosh ভাই, উনার ছোট ভাইয়ের জন্য আরেকটা গরু কিনতে আসছে।উনারা নাকি একটা গরু দেখছে সেটা দেখার জন্য ডাকলো আমাকে। গিয়ে দেখি আমরা যে সাইজের কিনেছি ৩১,৫০০ টাকায় ওটার সমান গরু নিয়ে ৪৫,০০০ টাকায় দাম দর করে বসে আছে। বললাম চলেন ভাই আমি যার কাছ থেকে গরু নিয়েছি উনার কাছে আরো গরু আছে। নিয়ে এসে বললাম চাচা আর একটা গরু দেন আমার এই ভাইকে। ব্যাস ছোটখাটো একটা গোলগাল গরু বের করে নিলাম।এটা নাকি ৪৫,০০০ টাকার নিচে দিবেনা। ততক্ষনে নেমে গেছে আবার বৃষ্টি, উনাদের ট্রিপল এর নিচে ততক্ষণে আমাদের সবার সাথে উনার ছেলেদের এবং উনার ভাইদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। বৃষ্টির মধ্যে উনাদের সাথে আড্ডাটা কখনো ভুলবো না। তারপর আর কি চাচা কে ইমোশনালি বুঝিয়ে ৪০,০০০ টাকায় রাজি করে ফেললাম।চাচা ততক্ষনে আমাদের বন্ধুর মতো হয়ে গেছে। আমাদের গরুর টাকা বুঝে পেয়ে আমাদের শিখানো পন্থায় আমাকে দিয়েই গরুর পাছায় থাপ্পড় দিয়ে দিলো।ব্যাস আলহামদুলিল্লাহ দুই গরু নিয়ে আমরা চলে আসলাম।হয়তো এতিমখানার গরুটা সাইজে অনেক ছোট ছিল। তবে আমাদের নিয়ত ও কিনতে পারার পর আমাদের খুশিটা ছিল আকাশছোঁয়া আর এতিমখানা ছাত্ররা যখন এই গরুটি পায় তাদের উল্লাস দেখে যে আনন্দ লেগেছিলো তা ভাষায় প্রকাশ করার মতো না।গরুটি দুটি এতিমখানায় সমান দুভাগে ভাগ করে দিয়েছিলাম।রিযিকের মালিক আল্লাহ আমরা একটি মাধ্যম মাত্র। আশা করি আপনারাও উৎসাহিত হয়ে আগামী ঈদে আপনাদের পরিবারের পক্ষ থেকে এরকম উদ্যোগ নিবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার বলে গল্পটি শেষ করছি। গল্পটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২০১৯ সালের কুরবানির গরু কেনার গল্প! আমি এই প্রথম এইভাবে গল্প লিখতে বসছি। আমার লেখা খুব একটা ভাল না, বানান ও গ্রামার ভুল হওয়ার চান্স অনেক, সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখার অনুরধ রইলো। বেশিরভাগ খেত্রেই মানুষ গরু পাগলামিটা তাদের বাবা থিকে পেয়ে থাকে, আমি পেয়েছি আমার বড় ভাই এবং মামা থিকে, মুলত বড় ভাই থিকেই। অনেক বছর ধরেই আমি আর ভাই গিয়েই পছন্দ মতন নিয়ে আসি কুরবানির গরু। তবে ২০১৩ তে ভাই বিদেশ চলে যাওয়ার পর থিকে কুরবানি ঈদ অনেকটাই পাংশা যায় আমার। তবে ভাই চেষ্টা করেন প্রত্যেক বছর আসার, কিন্তু সেটা আর হয়ে উঠে নাহ। ২০১৭ র পরে গত বছর আসার নিয়ত করলো ভাই। আমরা শব সময় ঈদ এর দুই দিন আগে, মানে চাঁদ রাতের আগের দিন গরু কিনতে যাই। কিন্তু উনার ফ্লাইটটা আমাদের প্লানের দিলো ১২ টা বাজায়। ২৪+ঘনটা ডিলে। যাইহোক ভাই এসে নামলো যেইদিন সকালে আমাদের যাওয়ার কথা সেদিন ভোর ৩ টায়, তারুপর উনি নিয়ত করসেন রোজাও রাখবেন। আমি পরসি মহাছিন্তায়, কারন প্রায় ৩দিন ট্র্যাভেল করে, না ঘুমায়, রজা রেখে হাঁট এ যাবেন উনি। যাইহোক সকাল ৯টায় আমি, বড় ভাই ও ইশতিয়াক জামান সানি ভাই রউনা দিলাম আমাদের প্রিও গাবতলির উদ্দেশে। আর ওইদিক থিকে Takbir Ahmed Abir সাথে আমার আরো ২ বন্ধু জয়েন করবে। গরু কিনতে হবে টোটাল ৩ টা। বাজেট নিয়ে নামসিলাম আমার টার জন্য ১২৫-১৩০ আর ঠিক করসিলাম এইবার গরু কিনবই একটু ডিপ কালার, ডিপ লাল অর কালা। ২০১৩ এর পর থিকে কপালে শুধু হাল্কা কালার গরু জুটতেসে গত কয়েকবছর গাবতলির ঈদ এর ২দিন আগের সকালের পরিবেষের সাথে এইবার কোন মিল এ পেলাম নাহ। গরু আছে বাইরের দিকে প্রচুর বাট বেপারি দাদুরা আছে চরম পার্টে। ভাগ হয়ে দেখা শুরু করলাম। আমাদের বাজেটের যেইটাই হাত দেই আস্কিং ২০০-২২০, "১৫০ র উপরে উইঠা কথা বলেন"। এর মধ্যে ৭ নং হাসিল ঘরের গলিতে একটা গরু খুব চখে ধরলো, চাইলো ১৮৫, বেপারি ছিল কয়েকজন খুবি অমায়িক লোক। তাকবির অনেক কষ্টে নামায় নিয়া আসলো ১৬০ এ। গরু খুলায় দেখলাম, তাকবির আমার কানে বল্য ১৪০ হইলেও গরু নিবি এইটা তুই, আমি বললাম রাজি। কিন্তু লাভ হইল নাহ ১৫৫ লাস্ট উনাদের। এইভাবে হতাশা নিয়ে ঘুরতে ঘুরতে শুনি সানি ভাই কাজ শেরে ফেলসে, উনার গরু কিনে ফেলসে, আমাদের বাকি দুই বন্ধু নিয়ে। যাক এইবার তাইলে দল ভারি, গরু কিনা ফালাব হয়ত তারাতারি :p দুপুর ৩টা পর্যন্ত কোড়া রোদে সিদ্ধ হচ্ছি, আর বেপারী দাদূদের ১৫০র উপর ঊঠেণ ডায়লোগ টা গিলে খাচ্ছি। হাঁট ও তুলনামুলক খালি। বড় ভাই বল্য "ঠাণ্ডা পাণী নীয়ে আয়", তার অবস্থা তখন ফুল টাইট রোজা আছেন, দেখি মাথায় ঠাণ্ডা পানি দিচ্ছেন। বুঝানো শুরু করলাম বাসায় চলো ইফতার করে আসি। বাট উনি রাজী না, গরু নিয়াই বাসায় যাবেন, FRUSTRATION এ ১৪২ও বলে ফেলসেন এক দেশাল গরুর উনি। অনেক বুঝানর পরে রাজি হইলেন ইফতার এর পরে আসতে। জিবনে এই প্রথম আমরা গাবতলি থিকে গরু না নিয়ে ফিরসি। সন্ধ্যায় রউনা দিলাম দুই ভাই বসিলা হাঁট এর উদ্দেশে। ওইদিকে খবর পাইলাম হাজারীবাগ হাটে গরু ছারতেসে, এক বন্ধু কিনে ফেলসে ১২৪ দিয়ে। কনফিউসড না হয়ে গেলাম বসিলায়। এইবার দুই ভাই ঠিক করলাম, বাশ খাইলে বড় খাবো কেন? বুকে বিশাল পাথর রেখে বাজেট কমায় নিয়া আসলাম ১০৫-১১০ এ। সানি ভাই আর Istiak Hossain এর জন্য ১ নং হাসিল ঘড়ের সামনে ওয়েট করতে করতে দেখি গরুর ঢল জাইতেসে, এবং সবাই ৫-১০ এক্সট্রা দিয়ে কিন্তেসে, অ্যান্ড এইভাবে গরু সেল হইলে হাঁট খালি হইতে ১ ঘন্টা। যাইহোক বিসমিল্লাহ্ বইলে শুরু করলাম। রাস্তার উপরের কিছু গরুর আস্কিং শুনে মাথা গরম হওয়ার আগেই মাইন হাটে ঢুকলাম (বাম পাসের টা)। ওইখানে আবার দাদুদের পার্ট একটু কম দেখে শস্তির নিশ্বাস ফেললাম। তারপরও ৫-১০ এর জন্য গরু আটকায় যাচ্ছে, তখন বুঝলাম সবাই কেন ৫-১০ এক্সট্রা দিয়া কিন্তেসে। এক পিচ্ছি গরু ১০৫ বললাম বেপারি তাও দিল নাহ। এর মধ্যে এক গরু খুব খুব ভাল্লালো, বাজেট আবার বারালাম :P ১৪০ পার হইলাম, বেপারি ১৬০ এর নিছে নামে না, বুঝলাম ১৫০+ হইলেই ছাড়বে, বাজেট ফেইল, চলে আসলাম। গরু তো আর মিলে নাহ। তার মধ্যে সানি ভাই একটা টিলার উপরে দারায় আমাকে বলে, তাওহিদ হাঁট তো ফাকা, ডানে বামে তো খালি বাশ। প্যারা না খেয়ে একটু সামনে আগাতেই দেখি এক লাইন এ সব আমার বাজেটের লাল গরু দাঁড়ানো। তার মধ্যে আমার যেটাতে চোখ পরল ওইটার ইতিমধ্যে দামাদামি চলতেসে। চোরের মতন উকি দিয়ে শুনলাম ১২০ বলসে, বেপারি ১৪০+। পার্টি শরতেই আমার ভাই- "কাকা গরু কার?- আমার মামা। কথাকার গরু- মেহেরপুর। কত চাও?-খারান আমাদের বড় ভাই রে ডাকি।" বড় ভাই রে দেখে আসলেই ভয় পাইলাম, আমার চেয়েও বিশাল দেহের অধিকারি, একদম পিয়র ভিলেন লুক :P সচরাচর ভাবে আমার ভাই খেজুরি আলাপ শুরু করে দিলো, বেপারি দেখি চরম কমেডি, নাম তার "কালু মিয়া", আগে নাকি বিরোধী দলের চেয়ারমান ছিল, কঠিন বেপার সেপার। যাইহক দাম শুরু করলাম, ১৮০ চাইলো কালু মামা, আমরা বারি মারি ১১৫ থিকে। তারপর আস্তে আস্তে কালু মামা- ১৬০, আমি আর সানি ভাই ১২০। ভাই কানে এসে সানি ভাই কে এর মধ্যে বলে গেসে "১৩২ পজন্ত যাও"। আমার দিকে তাকাইল সানি ভাই, আমি আবার বললাম ভাই গরু আমি এইটাই নিমু, কালার, ষেপ, ছেহারা জাস্ট দা অওে আই লাভ। প্রায় ৪০মিন দাম কশাকশির পর কালু মামা-১৪০, আমরা-১২৬। ফাইনালি সে ১৩৪ আমরা ১২৮, বুঝে গেসি গরু হয়ে গেসে। বাট এইবার তো কালু মামা আর নামে না, সানি ভাই ১২৯ এ আটকাইসে। কালু মামা বললো টাকা দেন, ৫০ এর বান্ডেল টা বের করলাম, মামা একটা অধিকার নিয়ে ৩০ রাখল, "এইবার ১০০ দেন"। বেপারটা আমার আর বড় ভাইয়ের খুব ভাল্লাগসে। চীৎকার দিলা্ম আলহামদুলিল্লাহ্। সারা দিন যেরকম প্যারা খাইসি, কল্পনাও করি নাই আল্লাহ কপালে এইভাবে মন মতন মিলায় দিবেন। আলহামদুলিল্লাহ্। কালু মামার সাথে ছবি তুল্লাম, হাশিল করে ভাই কে রিকশায় পাঠায় আমি সানি ভাই আর আমাদের দুইজন ভাই রাত ১২টায় হাটা ধরলাম। সানি ভাই কে বললাম ভাই আমার গরুকে নাম দেন, ভাই গরুড় রং দেখে নাম দিলো "APPLE"! সবচাইতে খুশি লাগলো আমার আম্মাজানের গরু দেখার পর রিয়াকশান্টা দেখে। মন ভরে গেলো।